বাতাস পুড়ে যাচ্ছে দাবদাহের উত্তাপে
নদী জল শুকিয়ে মরা নদী  -
নদীর বুকে ফুটবল খেলছে শিশুর দল
চিতাভস্ম খুঁজছে একফোঁটা জল।


চাতক পাখি ডেকে ডেকে হয়রান
তপ্ত রোদ্দুরে বন্ধ মাঠ ঘাট দোকান বাজার
হাতে গোনা কয়েকজনকে দেখা এক চিলতে মেঘের মতো
সমুদ্রের নিঃশ্বাস শোনা যায় মাঝে মধ্যে
বড় কষ্টে আছে ওরাও ...


বিষ বাতাসে ছড়িয়ে আছে কান্নার হিমশৈল
কান্নারাও আজ পাথর হয়ে গেছে  -
পাখিদের চোখের জল মুছিয়ে দেয় বনভূমি
পুড়ে যাচ্ছে জীব জগৎ, পুড়ে যাচ্ছে শৈশবের পুতুল খেলার ভালোবাসা।


মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সারিবদ্ধ তালগাছ
গর্ভে এসেছে তালের শাঁসের রসালো মিষ্টি রস
পোয়াতি শরীরে ঠায় দাঁড়িয়ে থাকে যুগ যুগ ধরে
মধ্যবিত্ত মানুষের মতো এক অলৈকিক কষ্টকর জীবন।


           ********


৫ জুন ২০২৩