গাছের পাতায় শিশির আছে ধরে
মাঘের শীতে ডাকছে কোকিল ভোরে
কৃষক ঘরণী করছে মাঠে কাজ
ফিরবে ঘরে যখন হবে সাঁঝ।


রোজ দুবেলা দুমুঠো অন্ন চায়
বেঁচে থাকাই ভীষণ কঠিন দায়
অবাক পৃথিবী রোজনামচা লেখে
এক জীবনে অনেক কিছুই শেখে।


বেহাগের সুখে গাইছে পাখি গান
দুঃখের দিন কবে হবে অবসান
দুধের শিশুরা মুক্ত হাসি হাসে
শিশুদের তাই মানুষ ভালোবাসে।


হাতের মুঠোয় একমুঠো আছে ছাই
কষ্টের রোদে পুড়ছে মানুষ ভাই
পাথর বুকে মানুষ পায় না ভয়
সাম্যের গানে আসবে দেখো জয়।


            *******


রচনাকাল  - ০২/০২/২০২২