বাঁচার পথ খুবই কঠিন
সঞ্চয় কিছু চাই
সারাটা জীবন অভাবে কাটে
শুধু নাই শুধু নাই।


হৃদয়ের নদী জল থৈ থৈ
ডুকরে মানুষ কাঁদে
অভাব পিছু করছে তাড়া
এবার পড়বে ফাঁদে।


কোন ভোরে যে উঠেছে মানুষ
জাগে নি পাখির দল
দু'মুঠো অন্ন জোটে না আজও
দু'চোখ ছল ছল।


সঞ্চয় মানুষ করবে কীভাবে
কলকারখানা বন্ধ
অভুক্ত পেট শোনে না কিছুই
দেবতা আজও অন্ধ!


হিমেল বাতাস শিউলি ফুল
ক্লান্ত চোখের পাতা
সঞ্চয় ছাড়া বাঁচবে মানুষ
জীবন সাদা খাতা।


   *****


রচনাকাল -
২৯ নভেম্বর ২০২৩