মুক্ত আকাশ মুক্ত বাতাস মুক্ত হৃদয়দ্বার
ও সজনী কোরো না তুমি রূপের অহংকার।


স্বপ্ন মায়ায় রূপের ছটায় উড়ছে দোপাট্টা
ভালোবাসা রঙিন ঘুড়ি কেটে বোলো না ভোকাট্টা।


এক মুঠো রোদ ছড়িয়ে দিলাম হৃদয় সরোবরে
কৃষ্ণচূড়ায় রঙ ধরেছে ভোরের তেপান্তরে।


বিজন রাতে শুকতারা জেগে  প্রহর হয়েছে শেষ
হৃদয় দুয়ারে পেতেছি আসন প্রতীক্ষার হবে অবশেষ।


শরীর ধুয়ে নামছে আলো মুগ্ধ চোখের তারা
ঝর্নার জল যাবে শুকিয়ে আগুন পাগলপারা।


নষ্ট সময় কানে কানে বলে ওরে সর্বনাশী
মরীচিকায় ছুটছিস তুই শরীর সর্বগ্রাসী।।
  
       ***********