সময় চুরি হয়ে যায় সময়ের অগোচরে
প্রতিটি মুহূর্ত অন্তহীন শূন্যতায় ঢেকে যায়
মেঘে ঢাকা আকাশের মধ্যে লুকিয়ে থাকে
প্রখর সূর্যের অহংকার সূর্যকিরণ –


বুকের ভেতর কুরে কুরে খায় সর্বহারার কান্না
প্রভাতের মিঠে রোদ্দুরও কেমন অসহ্য লাগে
জীবনের গান গাইতে ভুলে গেছে সবাই –
ভুলে গেছে ভালোবাসার অপরূপ মানে!


রূপকথার গল্প শুনতে খুবই ভাল লাগে সবার
কিন্তু বইয়ের বাইরে থেকে যায় জীবনের কান্না
রূপকথার পরীদের গল্প শোনা হয়না কোনদিন -
জীবন থেকে সুখের সময় চুরি হয়ে যায়।


কখন যে প্রভাতের মিঠে রোদ্দুরে পড়ে গ্রহণের ছায়া
চোখের জলের স্রোত বয়ে যায় নীল কুয়াশায় ...
নির্জন সৈকতে থমকে দাঁড়িয়ে সর্বহারার দল
শুধুই বাঁচতে চায় প্রভাতের নরম রোদ্দুরের মত!


            ******