রুই কাতলা দুশো টাকা
আগুন এখন বাজার
ইলিশ তুমি পাবে না খেতে
লাগবে সাতশো হাজার।


জ্যোতি আলু তিরিশ টাকা
পঞ্চাশ চন্দ্র মুখী
বাজার এলে মাথা ঘোরে
সর্ষে ফুল চোখে দেখি।


আমজনতার ওঠে নাভিশ্বাস
পকেট গড়ের মাঠ
ঔষধের দামও লাগাম ছাড়া
শরীর শুকিয়ে কাঠ।


ভেবে ভেবে হই হয়রান
আসে না ঘুম রাতে
চিতার আগুন ডাকছে হেসে
থাকবো দুধে ভাতে?


একটি রাত পেরিয়ে গেলেই
আবার নতুন ভয়
জীবন যদি ছন্দ হারায়
কেমনে আসবে জয়।


        ******


রচনাকাল  - ০৪|০৮|২০২২