আহ্নিকগতি  বার্ষিকগতি পেরিয়ে একটি বছরের অবসান
শেষ বসন্ত রোদ্দুরে স্নান করছে অর্ধ উলঙ্গ মানুষ
বছর আসে, বছর যায়  -
বয়স বেড়ে যায় ঋতু বদলের মতোই।


স্মৃতি পাতায় কখনও বা সোনা ঝরা দিন
আবার কখনও বা দুঃখের মিছিল
বছর শেষের দিন কান্না লুকিয়ে লাভ নেই
হাসির উপত্যকায় দাঁড়িয়ে শুধুই হাসো - হা হা হা হো হো হো হি হি হি ...


ছয় ঋতু পার হলেই আবার নতুন দিনের শপথ
গ্রীষ্ম বর্ষা শীত প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই বাংলা
চৈত্রের দুপুরে দগ্ধ হয়ে যায় মানুষের হৃদপিন্ড
পয়লা বৈশাখের প্রহর গোনে প্রকৃতি, মানুষ, পশুপাখি সব্বাই।


বর্ষ শেষের দিন কান্না নয়, উৎসবে মেতে উঠবে আমজনতা
জীবনে লাভ ক্ষতির অঙ্ক সব সময় মেলে না
হিসাব তো অনেক হল, একদিন মানুষ না হয় বেহিসেবি হোক ক্ষতি কী...


            ********


১৪ এপ্রিল ২০২৩
(বাংলা বর্ষ শেষের দিন ১৪২৯)