অমাবস্যার রাতে চাঁদ খুঁজে কী লাভ
আবার বৃষ্টি মুখর দিনে নীলাকাশও খুঁজে লাভ নেই
মানুষ অভ্যাসের দাস ...
যে কোন পরিস্থিতিকে মানিয়ে নিতে অভ্যস্ত!


করুণ মুখগুলো চেয়ে আছে প্যান্ডেলের ভিতরে
দু’মুঠো খাবারের আশায় শিশুদের সঙ্গে নিয়ে বসে
রাত্তির বাড়ছে তবুও ভেতরের উচ্ছলতা কমছে না
শিশুদের কেউ কেউ ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে।
    
সত্যি জীবনের উপন্যাস বড় বেশি নির্দয়
আধুনিক সভ্যতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় সব্বাইকে
অসহায় ক্ষুধার্ত চোখগুলো গর্তে ঢুকে আছে
রঙচঙে আলোতে হারিয়ে যায় শুকনো মুখগুলো!


খাবার অনেক জুটবে তবে রাত্তির পর্যন্ত থাকতেই হবে
প্রতীক্ষা করা ছাড়া উপায় বা কী ওদের –
দু’মুঠো ভালমন্দ পাওয়ার আশায় রাত জেগে বসে থাকে
চলমান জীবনে এমন কঠিন সত্যি আর কিবা আছে!!


            ******