উপন্যাসের শেষ অধ্যায়ে লুকিয়ে নায়ক নায়িকার পরিণতি
সেজন্যে পাঠককে পড়তে হয় উপন্যাসের শেষ পাতা অবধি
দুটি শরীরের মিলন হবে কী শেষ অধ্যায়ে কেউ জানে না!


প্রজাপতির রঙিন পাখনায় লুকিয়ে আছে প্রকৃতির সৌরভ
সে কারণে সহজেই মিলিয়ে যায় পাতার আড়ালে ...
দুটি প্রেমিক প্রেমিকা অনুভব করে দুজন ছাড়া বাঁচবে না!


যতই প্রতিবন্ধকতা আসুক না কেন তাদের জিততেই হবে
বৈশাখী বাতাসে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব খবর থাকে
তবুও নায়ক নায়িকা মৃত্যু পরোয়ানা উপেক্ষা করে মিলিত হয়!


উপন্যাস পড়তে পড়তে কখনো বা চোখে জল আসে
আবার কখনো বা হাসতে হাসতে দম বেরিয়ে যায়
পাঠক ঐ মজা নিতেই উপন্যাসের শেষ পৃষ্ঠায় যেতেই হয়!


সভ্যতার মায়াকাজল মুছে চেয়ে দেখো দুটি হৃদয়ের মেলবন্ধন
যুগ যুগ ধরে ভালোবাসার জন্যে মৃত্যুও বরণ করে তারা
প্রজাপতির রঙিন পাখনার মাঝে সুখ খোঁজে দুটি অভিন্ন হৃদয়!


               ********