শেষ শ্রাবণে বৃষ্টি হবে
আশায় বাঁধছে বুক
চাষের জমি ভুখা কৃষক
চাইলে পাবে সুখ?


কাদার উপর মুখ থুবড়ে
আছে লাঙল গরু
ছন্দে জীবন কাটবে না আর
দেখবে শুধুই মরু।


চাঁদের আলোয় পথ খুঁজতে
জোনাকির সাথে দেখা
জোয়ার ভাটা নষ্ট জীবন
ভাগ্যে কী আছে লেখা?


আকাশের রঙ নিকষ কালো
তবুও হয় না বৃষ্টি
বন্ধ্যা জমিতে ফসল ফলিয়ে
কৃষকই করে সৃষ্টি।


বিদায় লগনে শ্রাবণ বলছে
রেখো না আমায় ধরে
প্রকৃতির এখন কঠিন অসুখ
মানুষ যাবে যে মরে।


        *****


১৬ আগস্ট ২০২৩