মাটি থেকে শুষে নিচ্ছে রক্ত -
কৃষকের ঘাম নীরবে রক্ত হয়ে যায়
নীল জ্যোৎস্নায় খেলা করে কৃষকের সন্তান।


ভাটিয়ালি সুর বেজে চলেছে গ্রামের মেঠো পথে
যৌবন থেকে নিকড়ে নেয় পাঁজরের রক্তরস
মাটির শিকড়ে আটকে গেছে শৈশবের সহজপাঠ।


উদাসী হাওয়ায় বানচাল হয়ে যায় সভ্যতার সংকীর্তন
গায়ে নামাবলী নেই তবুও সারা শরীরে কৃষ্ণের পদাবলী লেখা
সেজন্যই জন্ম জন্ম কৃষক মরে না।


বেঁচে থাকে মাটির গন্ধ, বেঁচে থাকে কৃষক -
কবিতার ছন্নছাড়া সংসারে অভাব চিরকালীন
মৃত মানুষের দীর্ঘশ্বাস ক্রমশ কবিতা হয়ে যায়।


              *******


রচনাকাল -
৪ঠা ফেব্রুয়ারী ২০২৪