শাঁকচুন্নি নাচছে গাছে যখন গভীর রাত
গ্রামবাসীরা বেরোয় না কেউ ভয়ে কুপোকাত।


মাঠের প্রান্তে অশথ গাছে পা দুলিয়ে হাসে
ডুকরে কাঁদে ছোট্ট শিশু বুড়োরা হাঁপিয়ে কাশে।
 
রাত বিরেতে হা হা হি হি শুনতে সবাই পায়
শাঁকচুন্নি কড়মড় করে মাছের মাথা খায়।
 
দিনের আলোয় সবই ফাঁকা খেলে সবাই মাঠে
ঝোড়ো হাওয়া বইতে থাকে সূর্য গেলে পাটে।


বুড়োরা বলে শাঁকচুন্নি পায় নি জীবনে সুখ
বিয়ের রাতে স্বামীর মরণ পুড়ল অভাগীর মুখ।


সেই দুঃখে অশথ গাছে দিল গলায় দড়ি
তার আত্মার হয়নি শান্তি ঢং ঢং বাজে ঘড়ি।


     ******


রচনাকাল – ১৬/১২/২০২১