কবিতা  -  সাজানো বাগান
******************


জোছনা আলো ছড়িয়ে আছে
খুশির ভুবন জুড়ে
জীবন নদীতে রামধনু রঙ
পাবেনা হৃদয় খুঁড়ে।


টগর গোলাপ জুঁই চামেলি
হাসিতে খুশিতে দোলে
সাজানো বাগান রঙের মেলা
আপন মহিমায় খোলে।


বাঁধন ছেঁড়া উচ্ছল হাসি
ভ্রমর ফুলে বসে
উদাস বাউল গাইছে গান
স্বপ্ন রাশি রাশি।


রাতের আকাশে জোনাকির দল
করছে আঁধারে খেলা
ফুলের সুবাস নীরবে ছড়ায়
যায যে মধুর বেলা।


       *******


রচনাকাল  -  ২২|০৫|২০২০


************************
       কবিতা  -  কোথায় বন্ধু তুমি
************************


হাত বাড়িয়ে বললে তুমি
আমিই আছি পাশে
এখন এসেছে কঠিন সময়
দাঁড়ালেনা তুমি এসে ।


বিপদ সময়ে মানুষ চেনা
কতই যেন সহজ
কান্না মুছি নিরালায় বসে
দেখালেনা কোনো গরজ।


মিথ্যে তুমি করো বড়াই
তুমিই প্রকৃত দানী
আজ দুর্দিনে কোথায় গেলে
হৃদয় করলে ঋণী।


আকাশ ভেঙে পড়লো মাথায়
চিনলেনা তুমি মোরে
অবাক তাকিয়ে মৃদু হেসেই
ঢুকলে তোমার ঘরে।


সুখ দুঃখের তুমিই সাথী
আজ অসহায় আমি
দিনের আলোতে নেমেছে আঁধার
কোথায় বন্ধু তুমি!


       ********


রচনাকাল  -  ২৪|০৫|২০২০