প্রদীপের শিখা নিভেছে হাওয়ায়
আঁধারে ডুবেছে কুঁড়ে
শ্রাবণের ঝড় উল্লাসে মাতে
সবই যাবে উড়ে।


বৃষ্টির সাথে বজ্র দামামা
ভয়েতে কাঁপছে বুক
নীথর প্রকৃতি ভিজছে নীরবে
মানুষও পাচ্ছে  সুখ।


আষাঢ়ের তাপে ঝলসে গেছে
প্রকৃতির যতো রূপ
মনুষ্য জীবন বৃষ্টি অভাবে
দেখছে মরণ কূপ।


শ্রাবণ এসেছে শ্রাবণ ধারায়
প্রকৃতি আবার হাসে
মাটির বুকও ভিজে উর্বর
বৃষ্টি মাটিকেই ভালোবাসে।


রঙিন ডানায় প্রজাপতি ওড়ে
ফুল ভরেছে মধু
অঝোর ধারায় নেমেছে বৃষ্টি
ভিজছে মাঠেতে বধূ।


      ******


রচনাকাল  - ২৫|০৭|২০২২