পড়ন্ত বিকেলেও রোদ্দুরের তাপে পুড়ছে মানুষ
আষাঢ় শেষ, শ্রাবণের প্রথম দিনেও বৃষ্টি নেই
মায়াবী মেঘ অলস ভাবে ঘুরে বেড়ায় মুক্ত আকাশে।


প্রকৃতি শুকিয়ে যায় মনুষ্য জীবনের মতো
কৃষকের মুখ দিয়ে ওঠে রক্ত  -
শ্রাবণ কী ভুলে গেছে মেঘ বালিকার সোহাগ।


চাষের জমি এক পশলা বৃষ্টির অপেক্ষায়
শ্রাবণের ধারায় ভেসে যাক কৃষকের হৃদয় উপত্যকা
একঝাঁক সাদা বক দিগন্ত ছুঁয়ে উড়ে যায় দূর নীলিমায়।


জলতরঙ্গের ধ্বনিতে মুখোরিত হোক বর্ষার প্রকৃতি
শ্রাবণের ধারার নেমে আসুক বৃষ্টির সুগন্ধ
যুবকের মতো দাপিয়ে বেড়াক বৃষ্টির জলোচ্ছ্বাস।


প্রকৃতির কাছে মাথা নত করে দাঁড়িয়ে আছে সভ্য মানুষ
এর থেকে বড় পরাজয় মানুষের আছে কী?
তবুও মানুষ অহং দেখায় নিজের অহংকারে।


               ********


রচনাকাল  - ১৮|০৭|২০২২