কুয়াশার চাদরে মোড়া আধুনিক সভ্যতা
ভোরের কুয়াশায় চোখে পড়ে না সভ্য মানুষ
সূর্যের তেজ ধীরে ধীরে বাড়তে থাকে
কী বীভৎস পোশাকি সভ্যতা।


পোশাকের ভেতরে লুকিয়ে নগ্ন ধ্বংসাবশেষ
সর্বনাশ! মাথা ঘুরে যাবেই যাবে –
বিরল প্রজাতির দানবীয় মনুষ্য রূপ
হেসে কথা বলে একবিংশ শতাব্দী।


হৃদয় খুঁড়তে খুঁড়তে পাবেই পাবে
এক অনভিপ্রেত বিশাল কুৎসিত নদী –
শ্যাওলা আবর্জনায় ভরে নদী গহ্বর
ছুরি চালিয়ে দেবে হাসতে হাসতে পেটের ভেতর।


অমানুষ সরীসৃপের দল ঘুরছে অছিলায়
যে কোন মুহূর্তে ধ্বংস করবে দেশের সৌন্দর্য
কুয়াশার চাদরে মোড়া আধুনিক সভ্যতা –
দেখছে সবাই জানছেও অথচ সবাই নিঃশ্চুপ।।


         *******