রামধনু রঙ               উপছে পড়ে
          সারা আকাশ জুড়ে
ঝড়ের বেলায়               মেঘের খেলায়
           ভিজছে মাটি ফুঁড়ে।


আকাশ বাতাস              মুখরিত করে
             পাগল মেঘের দল
দামাল বাতাস               অবাধ্য সব
              করছে নানান ছল।


ভিজছে মাটি                ভিজছে বাতাস
            ভিজছে উলঙ্গ শিশু
হৃদয় দুয়ার                 ভেজাও এখনি
           পাবেই দেখতে যিশু।


এক পশলা               বৃষ্টি শেষে
          শ্রান্ত আকাশ মাটি
কোথায় গেল               পাগল মেঘ
             বৃষ্টি তুমিই খাঁটি।


অলীক গন্ধে              প্রাণের পরশ
           সেদিন চৈত্র মাস
তোমার জন্যে            রামধনু রঙ
          আমারই হল সর্বনাশ!


                   ****