ভালোবাসার জলোচ্ছ্বাসে ভেসে যাচ্ছে শেষ বিকেলের আলো
ডুবুরি মন আজীবন খুঁজে বেড়ায় মনের মানুষকে
পরশমণির স্পর্শ পাওয়ার মত ভালোবাসা আজও অমৃত।


দিগন্তের কাশফুলের মত আবেগী সোহাগের পরশ
শেষ বিকেলের মায়াবী আলোয় খেলা করে ভালোবাসা মন
রূপকথার পাঠশালায় প্রতিনিয়ত জন্ম নেয় অলৌকিক রূপকথা।


ভালোবাসায় জোছনা চাঁদের আলো ছড়িয়ে পড়ে হৃদ মাঝারে
মন যমুনায় লেগেছে শরতের মিষ্টি রোদের ছোঁয়া –
ওষ্ঠের বারান্দায় আজীবন গান গায় প্রেমিক পুরুষ।


শেষ বিকেলের আলোতে আকাশে দেখা মেলে পাখিদের সঙ্গম
ধূসর সাঁঝের সময় গড়িয়ে যায় আঁধারের পথে
ভালোবাসা অভিমান করে বসে আছে মাটির উঠোনে।


শঙ্খচিলের ডানায় কারা যেন লিখছে প্রেমের কাব্য
নীল দিগন্তে ভালোবাসার গান গাইছে এক দল পরিযায়ী পাখি
জনম জনম প্রেমিক প্রেমিকা তাকিয়ে থাকে একে ওপরের দিকে।


       ******


রচনাকাল – ২৩/০৯/২০২১