হাতে পায়ে বাঁধা আছে শিকল
দগদগে ঘা হয়ে গেছে শিকল ঘষতে ঘষতে
যন্ত্রণায় কুঁকড়ে যায় সারা শরীর
তবুও হাসতে চেয়েছি সুস্থ মানুষের মতো।


কিছুতেই ভুলতে পারি না অতীত
ঈগল পাখির ঠোঁট থেকে বসন্তের রোদ্দুর হারিয়ে যাচ্ছে
দুঃস্বপ্নগুলো আজও তাড়া করে ফেরে
হামাগুড়ি দিতে দিতে ভাঙা পাঁজরের উপাখ্যান মনে পড়ে।


শিকল ছেঁড়া থেকে মুক্তি কবে
জীবনের বন্দরে দাঁড়িয়ে আছে কঙ্কাল শরীর
জ্যান্ত লাশের মতোই বেঁচে থাকা
হৃদয় উপত্যকায় শুরু হয়েছে অচিন ঘূর্ণিঝড়।


অসুস্থ মানুষের দল দীর্ঘশ্বাস ফেলছে অর্ধমৃত ডাইনোসরের মতো
শিকলের বেড়িতে বন্দী জীবন  -
দখিনা হাওয়ার স্পর্শে কী এসে যায় শিকল বন্দী মানুষের!


          *******


২১ ফেব্রুয়ারি ২০২৩