চোখের ভাষায়             বোবা অভিমান
            খোঁপায় করবী ফুল
গোলাপ পাপড়ি             ঝরছে অবেলায়
              হৃদয় হারায় কূল।


যমুনার জল                হয়েছে ব্যাকুল
            তৃষ্ণা ওষ্ঠ জুড়ে
বুকের আঁচল              অবুঝ এখনও
         জেনেছো কবর খুঁড়ে।


সাঁওতালি মন              মাদল বাজায়
           অচেনা সাঁঝের বেলা
উল্কা পাতন                 যুবতী দোহারে
           নষ্ট রাতের খেলা।


নদী সাগরের               মিলন মেলায়
            মুছে যায় সীমারেখা
জ্যোৎস্না আলোয়            চরাচর ভাসে
             অবুঝ শরীর দেখা।


            *********