চোখের কাজলে              অশ্রু লুকিয়ে
              হাসছে উদাসী হাসি
ভোরের বাতাসে              কান্নার মেঘ
              হয়েছে আজ বাসি।


দিশেহারা মন              খুশির ভুবন
            ভুলে গেছে উৎসব
গোপন কথা               স্মৃতির পাতায়
           খুঁজে ফেরে শৈশব।


জ্যোৎস্না আকাশ               আশাবরী রাগ
               শিমুল পলাশ শাড়ি
তোমার আঁচলে                মায়ার খেলা
               বেঁধেছি স্বপ্ন বাড়ি।


একটা নদী                ঘুমিয়ে ছিল
         জাগালে স্পর্শ দিয়ে
হৃদয় বীণায়               সুর বেঁধেছি
           ওষ্ঠে সোহাগ নিয়ে।


ছিন্ন তার                ছিন্ন মন
        তবুও বেঁধেছি গান
ভাটিয়ালী সুর           কণ্ঠে তোমার
         আমায় দিয়েছে প্রাণ।


              ********


রচনাকাল : - ১৫/০৫/২০১৮