সবুজের মাঠ হয়েছে সোনালী
দুলছে সোনার ধান
কৃষকের হাসি হবে না বাসি
বিধাতার মহা দান।


শীতের রোদ্দুর গরীব খোঁজে
পায় না আগুনের তাপ
কুঁকড়ে যায় ঠান্ডা হাওয়ায়
শরীরে ধরছে কাঁপ।


ভোরের শিশির দেয় ভিজিয়ে
সরষে ক্ষেতের মাঠ
কুয়াশায় ঘেরা সবুজ বনানী
জীবনটা সহজপাঠ?


লেপ কম্বল গরম পোশাক
নেই তো সবার কাছে
দখিনা হাওয়ায় বাঁচবে গরীব
মানুষের দাম আছে?


সুখে জীবন কাটবে সবার
এমন ভাবনা সার
লড়াই করে বাঁচবে মানুষ
কমবে ঋণের ভার!


      *****


০৫ জানুয়ারী ২০২৩