বিরহের মেঘ জমছে হৃদয়ে
শরৎ এসেছে দ্বারে
লাজুক হাসিতে খুশির ঝিলিক
বেদনার বালুচরে।


মন যমুনায় ভাসাই তরী
সেদিন চৈত্র মাস
দুয়ারে এসে নাড়ছে কড়া
আমি যে তোমারি দাস।


তরল আগুন গিলছে আমায়
ভালোবাসা নয় মিছে
শ্রাবণ বেলায় সোহাগের রোদ
এসেছে আমার পিছে।


বিদায় নেবে বর্ষার মেঘ
আকাশ হবে নীল
দোহারের গান গাইছে নারী
উড়ছে শঙ্খ চিল।


লাজুক হাসি ওষ্ঠে আগুন
শরীর পুড়ে ছাই
ভাবনার মেঘ যাবেই কেটে
হৃদয়টা যদি পাই।


   ****


রচনাকাল – ১৩/০৮/২০২১