জীবনটা যেন স্রোতহীন কাব্য -
পাণ্ডুলিপির বিবর্ণ লেখাগুলো জীবনের সাথে খুব মিল
দোল উৎসব পেরিয়ে গেল তবুও শরীরে রঙ লাগল কই
যা কিছু দেখি সবই সব রঙই যেন কালো।


আঁধার পেরিয়ে হেঁটে যায় উৎসব -
বাঙালির বারো মাসে তেরো পার্বণ
পূর্ণিমা চাঁদ ক্রমশ ছোটো হচ্ছে
স্রোতহীন কাব্যের অলিন্দে বাসা বাঁধে অমাবস্যা।


শেষ রাত্তির অবধি জেগে থাকে শুকতারা
আকাশের রঙ কী অপূর্ব লাগে ক'জন দেখে
স্বপ্ন ভেঙে যায়, বেঁচে থাকে স্রোতহীন কাব্যের যন্ত্রণা।


প্রত্যেক মানুষের দীর্ঘশ্বাস এক নয় -
কিন্তু বাঁচতে গেলে প্রত্যেকে নিঃশ্বাস নিতেই হবে
বাঁচার অধিকার আছে সব্বার, সুখে কিংবা দুঃখে।


              *******


১০ মার্চ ২০২৩