হাওয়ায় সাথে যুদ্ধ করে
ছড়াও কেন দূষণ
কেমন করে করবে আশা
ফিরবে সুখের ভূষণ!


ধোঁয়া ধুলোয় ভরাও প্রকৃতি
নিঃশ্বাস নিতেই কষ্ট
চাবুক মেরে যায় কী শেখানো
প্রকৃতি হয়েছে রুষ্ট!


ভূমিষ্ঠ হলো যে শিশুটি
নিঃশ্বাসে ঢুকলো বিষ
হাজার রোগ এসে হাজির
শিশুরাই ধানের শিস।


বিষ বাতাসে হবেনা মরণ
লাগাও গাছের চারা
আকাশ বাতাস মাটি জল
সৃষ্টি সুখের ধারা।


মানুষ যদি হয় সচেতন
হবে দূষণ মুক্ত
প্রকৃতির সাথে সোহাগ করো  
হবেনা কখনো রিক্ত!


        ******


রচনাকাল - ১০/০৩/২০২১