অঝোর ধারায় বৃষ্টি ঝরে
সকাল থেকে সাঁঝ
গরীব মানুষ অভুক্ত তাই
নেই কোথাও কাজ।


শরত মেঘে লুকিয়ে ছিলো
গভীর নিম্নচাপ
বোঝেনি কেউ এমনি ভাবে
বাড়াবে রক্তচাপ!


সারাটা দিন ঝড়ো হাওয়া
সাথে কেবলই বৃষ্টি
ফসলের মাঠ ডুবছে দেখো
কেমনে হবে সৃষ্টি!


রোজ দু’বেলা জোটেনা ভাত
কান্না লিখি রোজ
বৃষ্টি তুমি খুঁজেই দেখো
কোথায় মেলে ভোজ।


বৃষ্টি ভেজা বাতাসে আছে
শিউলি ফুলের গন্ধ
খেয়ালী মেঘ আকাশে ভাসে
বৃষ্টি হবে কী বন্ধ!


   ****


রচনাকাল – ১৩/০৯/২০২১