সীমানা ছাড়িয়ে যেতে চাই বহু দূরে
অলীক জোছনায় খেলা করে অভিমান
ঘাসফড়িং উড়ে বেড়ায় দিগন্তের সীমানায়।


শিশিরের শব্দে ঘুম ভাঙছে প্রজাপতির
ভিজে যাচ্ছে ওদের রঙিন ডানা
কবিতার হ্রদে সাঁতার কাটছে ভালোবাসা।


চোখের কাজলে উপবাস ভেঙে যায়
শ্যাওলা জমছে হৃদয় উপকূলে  -
পাখির ঠোঁটে শরতের মেঘ খেলা করে।


যৌবন নদীতে এসেছে জোয়ার
নীল সীমানায় দাঁড়িয়ে আছে অনাগত সুখ
কাশফুল হাওয়ায় দোল খেতে খেতে ভালোবাসার কথা কয়।


            *****


৯ সেপ্টেম্বর ২০২৩