সব শিশুদের মুখের হাসি
সমান হওয়া চাই
শৈশব দিন কাটুক সবার
খুশির সীমানা নাই।


ক’জন শিশু হাসতে পারে
ক’জন শিশু কাঁদে
হাসির চেয়ে কান্না যেন
পড়ছে নানান ফাঁদে!


শিশু শ্রমিক যাচ্ছে ভরে
ইট ভাটা কারখানায়
বাবুর বাড়ি চায়ের দোকান
কিংবা মুদিখানায়।


গরীব মানুষ পায়না খেতে
পাঠায় শিশুদের কাজে
অভুক্ত থেকেও বাড়ির কাজ
বাসনও তারাই মাজে।


লক্ষ কোটি শিশু শ্রমিক
নানান শ্রমে ব্যস্ত
আইনকে দেখায় বুড়ো আঙুল
সভ্য সমাজ অভ্যস্ত!


   ****


রচনাকাল – ১৪/০৬/২০২০