ফুলের গন্ধ ভেসে আসে দিগন্তের সীমানা ছুঁয়ে
জীবনের ধূসর ক্যানভাসে খুশির হাওয়া লেগেছে  
শিশির ভেজা ভোর দুঃখের মহা মিছিলে হাঁটে না কখনও।


মেরুদণ্ড নুয়ে পড়া জীবনে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা
স্বপ্ন দেখা ছাড়া চলবে না কখনো -
দুঃখের গান অনেক গাওয়া হল, এবার বাঁচার পালা।


পাখির ঠোঁটে বাসা বাঁধার স্বপ্ন যদি থাকে মানুষ পারবে না কেন
ধুয়ে মুছে দেব দুঃখের কালো রঙ -
অন্ধ সময় বড় কষ্ট দিয়েছে সব মানুষকে।


মাটির মানুষের পুজোয় যুগে যুগে পুজিত হয় ঈশ্বর
মানুষকে বাঁচিয়ে রাখবে এটাই তো ঈশ্বরের খেলা
কঠিন জীবন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে চাইছে সব্বাই।


মেরুদণ্ডের যন্ত্রণা ক্রমশ সহ্য হয়ে গেছে
প্রজাপতির রঙিন ডানার মতো মানুষ স্বপ্ন দেখছে
বিন্দু বিন্দু ঘামের চিহ্ন উবে যাচ্ছে শরীর থেকে।


                   *******


রচনাকাল  - ২১|১১|২০২১