কুয়াশায় ঢাকা প্রকৃতির শোভা
শিশির ভেজা ভোর
সুয্যি মামা উঠছে হেসে
খোলা মনের দোর।


খুকু গেছে জল আনতে
বাজছে পায়ে নূপুর
রিনিক ঝিনিক শব্দে ওঠে
যাচ্ছে সে তো পুকুর।


মুখখানা তার চাঁদের মতো
মুখে মধুর হাসি
জলে নেমে করছে খেলা
হচ্ছে এখন কাশি।


পুকুর জলে নিজের ছায়া
অবাক চোখে দেখে
দুটো খুকু কেমন করে
জলে ও ডাঙায় থাকে।


রামধনু রঙ ছড়ায় আলো
পাখিরা গাইছে গান
খুকুর হাসি ছড়িয়ে পড়ে
জুড়ায় সবার প্রাণ।


        *****


০৩ ফেব্রুয়ারি ২০২৩