শরৎকালের আকাশ তবুও শিশির বিন্দুর দেখা মেলে না
তীব্র গরমে দরদর করে ঘামছে মানুষ -
যেন চৈত্রের দাবদাহে পুড়ে যাচ্ছে শিশিরের অভিমান।


বৃষ্টিও নেই, ফসলের মাঠ শুকিয়ে যাচ্ছে বৃষ্টির অভাবে
মা দূর্গার দেখা মিলবে হেমন্তে -
পাখির ঠোঁটে শরৎ মেঘের উদাসীনতা।


জলতরঙ্গের বিরহী মূর্ছনা শোনা যায় না আর
আর্তনাদ করছে অর্ধ উলঙ্গ অসুস্থ মানুষ -
পায়ের নীচের শক্ত মাটিতে উইপোকার কান্না শোনা যায়।


ভোরের বাতাসে বিষাদের ছায়া  -
হৃদয়ের বালুচরে শুয়ে আছে সভ্য মানুষের ভবিষ্যৎ
নবাগত রোদ্দুরের ঘুম ভাঙছে অনাগত শিশিরবিন্দুর স্পর্শে।


         *******


৩০ আগস্ট ২০২৩