সারাটা জীবন পাথরের দেবতার মাথায় দুধ ঢেলে গেলে
অথচ মন্দিরের বাইরে অভুক্ত শিশুদের জটলা
এক ফোঁটা দুধ তাদের দিকে কেউ বাড়িয়ে দেয় না।


দুধ দেবতা খায় না, নষ্ট হয়, নালা দিয়ে গড়িয়ে পড়ে পুকুরে
তবুও আমরা সব্বাই ভোর থেকে লাইন দিই মন্দিরে
অভুক্ত শিশুদের কান্না আমরা কেউই শুনতে পাই না।


দেবতার মাথায় দুধ ঢেলে আমরা পুণ্য করতে চাই সব্বাই
অথচ আমাদের দেশের লক্ষ লক্ষ শিশুরা অপুষ্টির শিকার
পাথরের দেবতা কোনোদিন কী স্বপ্নে বলেছে ওঁনাদের মাথায় দুধ দাও।


দুধ দেবতাকে না দিয়ে অভুক্ত শিশুদের দাও, পুণ্য হবে
দেবতা বোধহয় এর থেকে খুশি কখনও হবে না
কারণ শিশুদের মধ্যেই সর্বদা লুকিয়ে আছে ঈশ্বর আল্লা যীশু ...


             *******


রচনাকাল  - ০৯/০৩/২০২২