হাতের মুঠোয় রেখেছি সোনা
খুলেই দেখি ছাই
কঠিন সত্যি স্বীকার করি
সুখটা খুঁজেই যাই।


হৃদয় দুয়ারে জ্যোৎস্না আলো
কখনো পড়ে না এসে
চোখের কোলে পড়ছে কালি
নীরব হাসি হেসে।


থমকে দাঁড়িয়ে ভোরের হাওয়া
শিশির ভেজা রোদ
বুকের পাঁজরে সাঁ সাঁ শব্দ
তবুও ঘুমিয়ে বোধ!


ঝর্নার জলে ভিজেই দেখো
সারবে যতো রোগ
দুখের কাব্যে ফুটবে হাসি
থাকবে না কান্নার যোগ।


মাটির পুতুল খেলনা সবই
পড়লেই হবে শেষ
ঠুনকো জীবন ভাবছো কেন
এই তো আছি বেশ!


     ******


১১ই নভেম্বর ২০২২