সবুজ মাঠের বুক চিরে বেরিয়ে যাচ্ছে ট্রাম
ময়দানে শীতের মোলায়েম দুপুর
চিড়িয়াখানায় কচিকাচাদের ভিড় বাড়ছে
পরীক্ষা শেষ, শীতের মজা নিতে ভিড় জমাচ্ছে কলকাতার দর্শনীয় স্থানে।


প্রকৃতির অপরূপ শোভা দেখতে হলে যেতে হবে গ্রাম বাংলায়
সহজ সরল জীবন, দারিদ্র্য যেন চির বসন্তের মতো
মাঠ জুড়ে সোনালী ফসলের উৎসব -
কষ্টটা ওদের কষ্টই মনে হয় না যখন ঘরে আসে সোনালী ধান।


ট্রাম কলকাতার গর্ব -
কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছে শহর কলকাতার ট্রাম চলার পথ
দূষণে ভরে উঠছে শহরের আকাশ বাতাস
নতুন আর এক সমস্যা হল বহুতল বাড়িতে ফাটল।


সবুজে ঘেরা গ্রাম্য জীবনে অভাব আছে কিন্তু হৃদয়টা আজও মানবিক
রঙিন প্রজাপতি উড়ে বেড়ায় ফুলের বাগানে
ভোরের আলো ছুঁয়ে হেঁটে চলেছে কৃষকের দল
শিশির ভেজা অভিমান আজও খুঁজে ফেরে গ্রাম্য মানুষের বুকে।


               ********


১২ ডিসেম্বর ২০২২