পথের দু’ধারে ফুলের সুগন্ধ
হৃদয় আবেশ করে
মনের জানালায় ভোরের আলো
দু’চোখ খুশিতে ভরে!


কুয়াশার বনে হিল্লোল ওঠে
শীতের হয়েছে ছুটি
বসন্ত বাতাস এসেছে দুয়ারে
শীত ফিরছে গুটিগুটি!


পরিযায়ী দল উড়ছে আকাশে
এবার ফিরবে ঘরে
লক্ষ মাইল পথের ঠিকানা
মনটা উঠেছে ভরে!


গরীব মানুষ হাসছে এখন
শীতেই তাদের ভয়
শীত পোশাকের নেই প্রয়োজন
মিথ্যে মোটেও নয়!


কষ্টে কাটে শীতের কদিন
হাড়ে কাঁপন ধরে
লেপ কম্বল নেই সম্বল
শীতেই গরীব মরে!


   ****