পৃথিবীর বুকে ছুটে আসছে স্মৃতিভ্রষ্ট উল্কা
নগ্নতার রাত্তিরে আধ ভাঙা চাঁদ ডুবে যায় নীরবে
পায়ের নীচের মরা ঘাস উঁকি দেয় জোনাকির সাথে।


স্বাধীনতা দিবস পালিত হচ্ছে সর্বত্র
তেরঙা পতাকা উড়ছে আকাশে  -
শহীদ বেদীতে ফুল মালায় ভরে উঠছে
ভাষণ দিচ্ছে নেতা থেকে মন্ত্রী সব্বাই।


স্মৃতিভ্রষ্ট উল্কার আলোয় হারিয়ে যাচ্ছে সভ্যতার রঙ
কাব্য কবিতায় ভরে উঠছে বুদ্ধিজীবী মানুষের সভাস্থল
তবুও অনেকের নজর এড়িয়ে ডাস্টবিন থেকে উচ্ছিষ্ট খাচ্ছে এক দঙ্গল শৈশব।


স্বাধীনতা ধুঁকছে স্বাধীনতা হীনতায় -
অন্ধকার গলিতে আজও আলো ঢোকে না
আজও নারীরা ধর্ষিতা হয় প্রকাশ্য রাজপথে ...
  
দ্রাঘিমারেখায় শুয়ে আছে সভ্য মানুষের ভবিষ্যৎ
স্মৃতিভ্রষ্ট উল্কার স্মৃতি ফেরে কিনা জানি না
কিন্তু একবিংশ শতাব্দীর মানুষের স্মৃতি কখনোই ফেরে না।


            *******


১৪ আগস্ট ২০২৩