ঘাসের উপর ঘুমিয়ে আছে শৈশব
মরা নদীতে জোয়ার আসে শৈশব ফিরে আসে না
ঝলসে যাওয়া রোদ্দুরে পুড়ে যাচ্ছে মানুষের দীর্ঘশ্বাস।


ঠিকানা বদলে গেছে  -
জীবন থেকে মুছে যাচ্ছে স্বপ্নের শৈশব
কৈশোর যৌবন ধাপে ধাপে পেরিয়ে আজ উচ্চবিত্ত।


গ্রাম্য শৈশব ভুলতে পারি না
শহুরে জীবন, ঠান্ডা ঘর, বিলাসের নানা আয়োজন -
তবুও কী যেন নেই
শৈশব ফিরে ফিরে আসে হৃদয়ের অলিন্দে ।


ভরা বর্ষায় ডুবে যায় মরা নদী
শৈশব হাবুডুবু খেতে খেতে বিস্মৃত হয়
ভালোবাসার বড্ড কাঙাল সভ্য মানুষের দল।


ঝড় উঠেছে হৃদয় উঠোনে -
স্মৃতির ব্যালকনিতে সারি সারি দাঁড়িয়ে আছে শৈশবের উদ্দাম জলোচ্ছ্বাস
আকাশ ভরা সূর্য তারা আজও দেখা যায় শুধু শৈশব ফিরে আসে না।


           *******


২১ জুন ২০২৩