শাড়ি তোমার ময়লা জানি
লুকিয়ে রাখো ছেঁড়া
দুঃখী মুখ তবুও হাসো
ছেলেরা তোমার ভেড়া!


করলে মানুষ অতি যত্নে
দিলো এই প্রতিদান
তবুও তুমি করো না রাগ
নেই কোনো অভিমান।


সন্তান মানুষ করতে গিয়ে
করলে গহনা বিক্রি
ছেলেরা দেখে না বদ্ধ জীবন
বাড়িটাও হবে ডিক্রি!


বাবার বাড়ি পুরনো খুবই
দেখে না কেউই ফিরে
শুধুই মতলব বাড়িটা বিক্রি
স্মৃতির বসতি ঘিরে।


রাত পোহালেই আসবে দালাল
বাড়িটা নেবেই কেড়ে  
ছেলেরা নিয়েছে গোপনে টাকা
মা কী দেবে ছেড়ে?


         *******


রচনাকাল - ২৪|০৩|২০২২