শীতের বিকেল ক্লান্ত ডানায়
ফিরছে বাসায় পাখি
হলুদ আলো দিগন্ত জুড়ে
ক্যানভাসে এঁকে রাখি।


প্রজাপতি মন শোনেনা বারন
গোধূলির রঙ চায়
প্রেমিক প্রেমিকা দুহাত ধরে
অধরের ছোঁয়া পায়।


দুটি হৃদয়ের গোপন মিনারে
আগুনের রঙ খেলা
নুপূরের ধ্বনি অবারিত হোক
স্বপ্ন সোহাগ ভেলা।


ভালোবাসার জ্যোৎস্না আলোকে
খুলছে হৃদয় দ্বার
জনম জনম সোহাগের ঋণে
বইবে কেমনে ভার!


কপালে আঁকা চন্দন টিপ
হয়েছো লাজুক নারী
অধরের হাসি অপরূপ লাগে
পরেছো বধূর শাড়ি।


       ******


রচনাকাল  - ০৬/০১/২০২২