ঠোঁটের উপর আস্ত একটা মরুভূমি
কত প্রেমিক মাথা খুঁটে মরে -
একটু অধরা পিপাসা মেটানোর জন্যে।


কিন্তু সোহাগের নদী কোথায়
আগ্রাসী ঠোঁট গিলে খায় জ্যান্ত একটা শরীরকে
তবুও পাগল প্রেমিক পুরুষ এক ইশারায়!


বিশ্বাসের নদীতে ডুবে মরে অসহায় পুরুষ
নদীর পাড় ভাঙছে গোপন চোরা স্রোতে
তবুও নদীর কূলেই গড়ে ভালোবাসার ঘর!


শ্রাবণ মেঘ দুষ্ট হাসি হাসে -
ঠোঁটের উপর বাঁধবে বাসর শয্যা
মরবে জেনেও প্রেমিক লেখে নতুন উপন্যাস!
  
               ******