ফুলের বিছানা চাইনা আমি
মাটির বিছানা দাও
বুকের কান্না বুঝতে দেবনা
ভালবাসা কেন চাও!

ধন সম্পদ দেব বিলিয়ে
দাও ফিরিয়ে হাসি
ক্যানভাসে আঁকা রামধনু রঙ
ধূসর মলিন বাসী!

ওষ্ঠে লেখা সোহাগের রোদ
বিশ্বাসে বাঁধি ঘর
নারী শরীর হংস মিথুন
ভালবাসা বালি ঝড়!

দুটি শরীরে কোলাহল ওঠে
সুখ তবুও চুরি
পুরুষ নারীতে বেহিসেবি খেলা
মিথ্যেই ভুরি ভুরি!

ফুলের বিছানা কাঁটায় ভরা
আসল সুখই মাটি
হৃদয়ের কথা নীরব হলেই
ভালবাসা হবে খাঁটি!

   *****