তোমার জন্যে উপোস করি
ছিলে খেলার সাথী
জীবনে দিলে অচিন সুখ
শরীর উৎসবে মাতি।


পুতুল নিয়ে করতে খেলা
রাখতে আমায় পাশে
জীবন সাথী হলাম দু'জন
কাটাবো জীবন হেসে।


চঞ্চল মন উদাস কেন
পড়ছে মনে স্মৃতি
শৈশব যেন অতি সুন্দর
সোনালী আলোর জ্যোতি।


বসন্ত দিন রঙের খেলা
হৃদয়ে ভৈরবী রাগ
ফাগুন বাতাসে আবীর ওড়ে
মননে কাটবে দাগ।


সোহাগের নদী অচিন সুখে
লিখছে নতুন কাব্য
মন যমুনায় উতলা হাওয়া
ভালোবাসা আজও নাব্য।


       ********


রচনাকাল - ১৯/০৩/২০২১