শীতের মরশুমে রঙ বাহারি ফুলের শোভা চারিদিকে
দিগন্তে জুড়ে দু'চোখ জুড়িয়ে দেয় সোনালী ধানের সৌরভ
শিশিরের ঘ্রাণ নিতে নিতে জেগে ওঠে ভোর।


পাখিদের কলতানে মরমী সকাল হয়ে ওঠে অপরূপ
রাখাল বালক গরু নিয়ে মাঠে যায় -  
গ্রাম্য জীবনে ভোর হতে না হতেই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে।


খেজুর গাছ থেকে রস নিয়ে ঘরে ফিরছে শিউলির দল
খেজুর গুড় থেকে তৈরি হয় বরফি পাটালি মোয়া
শীত জাঁকিয়ে পড়লেই আরো বেশি পরিমাণে সুমিষ্ট রস ও গুড় পাওয়া যায়।


শীত মানে একটু বেরিয়ে পড়া কোথাও, কিংবা চিড়িয়াখানা, যাদুঘর ...
নানা নদীর ধারে বনভোজনের উৎসবে মেতে ওঠে আট থেকে আশি
শীতের মরা রোদ্দুর সব্বাই উপভোগ করতে চায় একচু অন্য ভাবে।


শিশির ভেজা পথ মাড়িয়ে কৃষকের দল ধান কাটায় ব্যস্ত
পড়ন্ত বিকেলের মায়াময় আলো ছড়িয়ে পড়ে সমস্ত চরাচরে।
সাঁঝের প্রদীপ জ্বালিয়ে গৃহবধূরা পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করে।


           *******


রচনাকাল - ২৫|১১|২০২১