হৃদয় উজানে লেগেছে ঢেউ
যতনে সাজাবো তোমায়
ভালোবাসা একটি নদী
রেখো গো হৃদয়ে আমায়।


চোখের কাজলে সোহাগের রোদ
ওষ্ঠে ফাগুন মাস
দুটি হৃদয়ের উচাটন নদী
গোপনে করে যে বাস।


স্বপ্নের রঙ ভালোবাসা হয়
জোছনায় ভরা রাত
শিমুল পলাশ করে হাসাহাসি
ভালোবাসায় দেখো না জাত।


সোহাগের রোদ এতো সুমধুর
যেন পূর্ণিমা চাঁদ
দুটি হৃদয়ের উঠোনে ছড়িয়ে
মায়াবী মায়ার ফাঁদ।


বসন্ত দিন হৃদয় রঙিন
স্বপ্নের সোহাগী ভোর
কহু কহু স্বরে বলছে কোকিল
কাটবে এবার ঘোর।


      ******


১৩ মার্চ ২০২৩