সুখের দিন লিখবো বলে
খুঁজছি বটের ছায়া
তীব্র দহন চৈত্র জুড়ে
সবই মরুর মায়া।


বসন্ত দিন ফুরিয়ে এলো
সামনে বৈশাখ মাস
প্রকৃতি সেজেছে নতুন রূপে
করবো সুখে বাস।


কষ্টের দিন আসবে না আর
ভেবেই পাই সুখ
মরা নদীতে আসবে জোয়ার
মিটবে সকল ভুখ।


সোনার বাংলায় সুখের দিন
এসেছে আবার ফিরে
বাঁচার গান গাইবো সবাই
থাকবো সুখের নীড়ে।


দোয়েল ফিঙে ভোরের কোকিল
করছে কলতান
শস্য শ্যামলা সোনার বাংলা
দেবে সবার প্রাণ।


        *****


১০ এপ্রিল ২০২৩