কামনার রঙ ধূসর গোধূলি
   বেদনার রঙ রাত্রি
      মৃদু লজ্জায় গোপন ক্ষতে
         নারী শুধুই পাত্রী!


রোজ দু’বেলা রান্না করাই
   এটাই নারীর কাজ
      শ্বশুর বাড়ি যন্ত্রণা দিন
         চোখেই আজও লাজ।


পরপর মেয়ে হলেই দুঃখ
   কপালে নামে শাস্তি
      শ্বশুর শাশুড়ি কিংবা ননদ
         করে সবাই মস্তি।


হৃদয় ভেঙে হয় খানখান
   দুবেলা দেয়না ভাত
      চোখের জলে রাত্রি নামে
          স্বামীও দেয়না সাথ।


সবাই বলি স্বাধীন দেশে
    আমরা নাকি স্বাধীন
        শৃঙ্খলে বাঁধা নারীর জীবন
            আজও নারী পরাধীন!


               ****