সূর্যাস্তের পোড়া আলোয় আঁধার নামে
বন্ধ্যা মাটিতে ফসল ফলায় ওরা
মলিন মুখের মিছিলে নীরব অঙ্গীকার
হৃদয়ের উৎসারিত আলো ক্রমশ হারিয়ে যাচ্ছে।

ওরা অঙ্ক কষতে জানে না -
সহজ সরল গাঁয়ের জীবনে দারিদ্র্যই সঙ্গী
তবুও ওরা শিরদাঁড়া সোজা রাখতে জানে আজও
কান্না আছে, তবুও হৃদয়ের বালুচরে নীল জ্যোৎস্নার নদী।

সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তুলসীতলায় নারীরা প্রণাম করে
আজও পরিবারের অল্প সুখগুলো বিসর্জন দেয় নি
বেঁচে থাকার বিলাসী আয়োজন নেই
ছোট্ট ছোট্ট সুখ বিবর্ণ আঁচলের বেঁধে রাখে চিরকাল।

          *******

রচনাকাল -
১১ই সেপ্টেম্বর ২০২৪