বাঁচার লড়াই কঠিন ছিল তবুও করছি স্ট্রাগল
সভ্য মানুষ হেসে বলে লোকটা বদ্ধ পাগল।


চাঁদের আলোয় শুয়ে আছি হল অনেক রাত
ঠিকরে বেরোয় চোখের জ্যোতি পেটে পড়েনি ভাত।


শিশির বিন্দু পড়ছে বুকে শরীর জ্যান্ত লাশ
জীবনটা যেন বেওয়ারিশ দলিল হয়েছি ক্রীতদাস।


ছন্দে ফিরবে মানুষ্য জীবন কাটবে যতো ভয়
চাওয়া পাওয়ার মাঝেও দেখি শরীর হচ্ছে ক্ষয়।


স্বপ্নের রঙ বাঁচিয়ে রাখি হৃদয়ে জ্বলুক আলো
কষ্ট করে আছি বেঁচে যেন সব্বাই থাকি ভালো।


              ******


১৩ ফেব্রুয়ারি ২০২৩