শুধু কবিতার জন্য উন্মাদ হতে চাই
রাতের জোছনায় ঘুমিয়ে আছে শব্দকোষ
বৃষ্টির টুং টাং শব্দে খুলে যায় হৃদয়ের পাতা।


আষাঢ়ের মেঘে ঢেকে আছে অনাগত সুখ
বৃষ্টি নামবে কথা ছিলো  -
কথা রেখেছে বৃষ্টি
শুকিয়ে যাওয়া মাঠগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে।


আষাঢ়ের মেঘ যেন উন্মাদ বিকেল
পাখির কলতানে মুখোরিত পল্লি বাংলা
ঝড় শুরু হয়েছে ঈশান কোণ সঙ্গে বৃষ্টি।


ভাঙাচোরা জীবন যেন গোধূলির মরা নদী
কল্পতরু হতে চায় মানুষও ...
সব দুঃখ ভুলে গিয়ে রাত জোনাকির সাথে আড্ডা মারতে চায়।


শুধু কবিতার জন্য ভুলে যেতে চায় অলীক অভিমান
শুধু রাতটুকু থাক আমাদের জন্যে -
যেখানে হিংসা নেই বিদ্বেষ নেই
আছে শুধু এক ভুবন কবিতার মুক্তমঞ্চ।


            ******


৫ জুলাই ২০২৩