বন্যার স্রোতে যায় ভেসে
সুখের উপকূল
মানুষ শুধু করে অহং
ভাঙবে সবার ভুল।


ভাঙছে ঘর ভাঙছে হৃদয়
ভাঙছে নদীর পাড়
প্রকৃতি বলছে, অনেক হল
ধরবো তোদের ঘাড়।


বৃষ্টি হলেই বন্যা হবে
যাবে সবই ভেসে
কান্নাগুলো মিছিল করে
বলবে কথা কী হেসে?


সুখ দুঃখের কাব্যগুলো
জলের তলায় ভাসে
কান্না মুছে সবাই বাঁচুক
সব্বাই যেন হাসে।


        *****


১৭ জুলাই ২০২৩